সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে অবহিতকরণ

 

ডিঙ্গেদহ ও সরোজগঞ্জ প্রতিনিধি: সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সাথে প্রেস ব্রিফিং করেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক। গতকাল শুক্রুবার বিকেল ৫টার দিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে চুয়াডাঙ্গা গণসংযোগ অধিদফতর জেলা তথ্য অফিস’র সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সভাপতি সাংবাদিক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে প্রবন্ধ পাঠ করেন জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দিক। তিনি বলেন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ছিলো দিন বদলের সনদ: ভিশন-২০২১’র অন্যতম একটি লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জনগণের কাছে কম সময়ে, কম খরচে দ্রুত সেবা পৌঁছে দেয়া এবং ইন্টারনেট সুবিধা প্রদানের মাধ্যমে সারা বিশ্বের জ্ঞান ভাণ্ডার সমাজের সর্বস্তরের মানুষের কাছে অবারিত করাই ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল লক্ষ্য। তিনি আরও বলেন দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভায়, সিটি কর্পোরেশনে ডিজিটাল সেন্টার স্থাপন করা করা হয়েছে। এবং জেলা উপজেলাতে ই-সেবা সেন্টার চালু করা হয়েছে। এসব সেবা কেন্দ্র থেকে বিভিন্ন সরকারি ফরম, নোটিশ, পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত তথ্য, কৃষি শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক তথ্য, চাকরির খবর, পরীক্ষার ফলাফল, জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ, বিদেশে যেতে ইচ্ছুক কর্মীদের রেজিস্ট্রেশন, বিদ্যুত বিল, মোবাইল ব্যাংকিং ও ই-মেইল সুবিধাসহ বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করা হচ্ছে। শিক্ষার মানন্নোয়নে প্রতিবছর শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া হচ্ছে। এছাড়াও ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া হয়েছে। যেখানে বিদ্যুত নেই সেখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। সরকার বর্তমানে বাংলাদেশকে নিম্ন মদ্যম আয়ের দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার জন্য কাজ করে যাচ্ছে। এ জন্য সকলের সহযোগিতার প্রয়োজন। তিনি আরও বলেন আগামী মে রোববার সকাল ১০টায় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকর ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন। সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান। অনুষ্ঠানে সাংবাদিকসহ এলাকার সর্বস্থরের মানুষের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সম্পাদক জিয়াউর রহমান, যুগ্মসম্পাদক আলম আশরাফ, সহসভাপতি ডিএইচ হাবিব, জীসান আহম্মেদ রাজু, আরিফুল ইসলাম লিন্টু, জিল্লুর রহমান রুবেল, কাতব আলী, আল হেলাল প্রমুখ।