বিশ্ব টুকিটাকি : অফিস থেকে তুলে নিয়ে দলিত তরুণীকে ধর্ষণ

আত্মহত্যা করেননি পপস্টার প্রিন্স

মাথাভাঙ্গা মনিটর: পপ সঙ্গীত তারকা প্রিন্স আত্মহত্যা করেননি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ। মিনেসোটা কাউন্টি শেরিফ বলেছেন, প্রিন্স আত্মহত্যা করেছেন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। একটি অনলাইনের খবরে জানানো হয়েছে, প্রিন্সের মরদেহের ময়নাতদন্তে আত্মহত্যার কোনো আলামত পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার সকালে মিনেসোটার শিল্পীর স্টুডিও কমপ্লেক্সের একটি লিফটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রিন্সের মৃত্যুতে ভক্ত ও অনুরাগীরা গাঢ় বেগুনী রঙের পোশাক পরিধান করে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন। বেগুনি রঙ কিংবদন্তী এই শিল্পীর সাথে সম্পর্কিত। ’৮০ দশকে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই প্রিন্স।

 

অফিস থেকে তুলে নিয়ে দলিত তরুণীকে ধর্ষণ

মাথাভাঙ্গা মনিটর: অফিস থেকে ২৪ বছর বয়সী এক দলিত তরুণীকে তুলে নিয়ে ধষর্ণের এক মাস পর অভিযুক্ত ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গতকাল শনিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করে ওই ব্যক্তি। একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ মার্চ প্রকাশ্য দিবালোকে ওই তরুণীকে তার অফিস থেকে টেনেহিঁচড়ে নিয়ে যায় অভিযুক্ত। সিসি ফুটেজে দেখা গেছে, ওই ব্যক্তির হাত থেকে তরুণীটি ছাড়া পেতে চেষ্টা করছেন এবং সাহায্যের জন্য চিত্কার করছেন। কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। তরুণীটির অভিযোগ, ওই ব্যক্তি তাকে একটি ফার্ম হাউজে নিয়ে তাকে ধর্ষণ করে পরদিন ছেড়ে দেয়। ওই ঘটনার পাঁচদিন পর পুলিশ একটি মামলা নেয়। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টসের কর্মকর্তাদের সাথে ওই তরুণী ও তার বাবা দেখা করার একদিন পর অভিযুক্ত ব্যক্তিটি আত্মসমর্পণ করে। এই ঘটনায় মুক্তসারের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে তলব করেছে কমিশন।

 

ওহিওতে একই পরিবারের ৮ জনকে গুলি করে হত্যা

মাথাভাঙ্গা মনিটর: মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের গ্রাম্য এলাকায় চারটি ভিন্ন অবস্থানে গুলি করে আটজনকে হত্যা করা হয়েছে। রাজ্যের অ্যাটর্নি জেনারেল একটি বিবৃতিতে জানিয়েছে নিহত সাতজন পূর্ণ বয়স্ক ও একজন কিশোর একই পরিবারের সদস্য। জানা গেছে সবাইকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সন্দেহজনকদের এখনো খুঁজছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, পারিবারিক গণ্ডগোলের কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। নিহতদের সবার পারিবারিক পদবি রোডেন। তিন শিশু এই হত্যাকাণ্ড থেকে রেহাই পেয়েছে এবং যে কিশোরটি নিহত হয়েছে তার বয়স ১৬। ওহিওর পাইক কাউন্টির শেরিফ জানিয়েছেন, খুব ভালো সম্ভাবনা আছে যে ব্যক্তি এই হামলা চালিয়েছে সে সশস্ত্র এবং ভয়ঙ্কর বিপদজনক। পুলিশ এখনো হত্যাকাণ্ডের কারণ নির্ধারিত করতে পারেনি এবং নিহতদেরও চিহ্নিত করতে পারেনি। নিহতদের মধ্যে হামলাকারী রয়েছে কি-না সে বিষয়েও নিশ্চিত নয় পুলিশ।

 

ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬০২

মাথাভাঙ্গা মনিটর: ইকুয়েডরে শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার দফা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬০২ জন হয়েছে। শুক্রবারও দেশজুড়ে ডজনেরও বেশি পরাঘাত অনুভুত হয়েছে, তবে এতে শহরের বাসিন্দারা আতঙ্কিত হলেও নতুন করে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত শনিবার সন্ধ্যায় শক্তিশালী ওই ভূমিকম্পটি ছিলো ৭০ বছরের মধ্যে সবচেয়ে প্রলয়ঙ্করী। এতে এখনো ১৩০ জন নিখোঁজ আছেন, পাশাপাশি আহত হয়েছেন আরো ১২ হাজার ৪৯২ জন। ওই ভূমিকম্পের পর বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর পের্তোভিয়েজো থেকে উত্তর-উত্তরপশ্চিম দিকে সাগরের ১০০ কিলোমিটার ভেতরে মাত্র ১০ কিলোমিটার গভীরে ৬ মাত্রার আর একটি শক্তিশালী ভূমিকম্প হয়।