আন্দুলবাড়িয়ার দু ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারে দু ব্যবসায়ীর নিকট পূর্ববাংলা কমিউনিস্ট পাটির আঞ্চলিক নেতা রানা পরিচয়ে মোবাইলফোনে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদার টাকা না দেয়ায় গত কয়েক দিনে একই মোবাইলফোন নম্বর থেকে জনৈক ব্যক্তি দফায় দফায় দু ব্যবসায়ীকে নানা হুমকি দিয়ে আতঙ্কিত করে তুলছে। এ ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, আন্দুলবাড়িয়া বাজারের খন্দকার ট্রের্ডাসের মালিক খন্দকার শাহিন ও ফাতেমা ট্রের্ডাসের মালিক মাসুদ হোসেনের নিকট গত রোববার সকালে ০১৭৯১১৮৪৫৩১ মোবাইল নম্বর থেকে জনৈক ব্যক্তি নিজেকে পূর্ববাংলা কমিউনিস্টপার্টির আঞ্চলিক নেতা রানা পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। চাঁদার টাকা অতিসত্বর দেয়া না হলে খুন, গুমসহ নানা হুমকি দিয়ে আতঙ্কিত করে তোলে। গত দু দিনে কয়েক দফা তাগিদ দিয়ে নানা হুমকি দেয়া হয়। তবে কতো টাকা চাঁদা দিতে হবে তা অবশ্য চাঁদাবাজ বলছে না বলে জানা গেছে।