জীবননগরের আন্দুলবাড়িয়ায় শিক্ষকের থাপ্পড়ে শিক্ষার্থী আহত

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর উপজেলা প্রশাসন আয়োজিত বোশেখি মেলার লাকি কূপণ অর্থাভাবে কিনতে অপরাগত প্রকাশ করায় সহকারী প্রধান শিক্ষকের থাপ্পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকমহল ক্ষুদ্ধ হয়ে উঠেছে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আন্দুলবাড়িয়া বিদ্যাধরপুর গ্রামের আবু বাক্কার ছেলে শরিফুল ইসলাম ৯ম শ্রেণির ছাত্র। গতকাল বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুর রহমান শ্রেণিকক্ষে পাঠদান শেষে শিক্ষার্থীদের মাঝে জীবননগর উপজেলা প্রশাসন আয়োজিত বোশেখি মেলার ১০ টাকা মূল্যের লাকি কূপণ বিক্রি করছিলেন। শিক্ষার্থী শরিফুল ইসলাম টাকা না থাকায় কিনতে অপরাগত প্রকাশ করায় তার কানে থাপ্পড় মারতে থাকেন। শিক্ষকের থাপ্পড়ের আঘাতে শিক্ষার্থী লুটিয়ে পড়লে তাকে সহপাঠীরা উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একটি সূত্রে জানা গেছে, বিদ্যালয় ছুটি শেষে জনৈক শিক্ষকের বাসায় এক সালিস বৈঠকে অভিযুক্ত শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।