কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে কাজি সেজে বারবাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিন্টু হত্যা মামলার আসামি আয়ুব গাজীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে বারবাজার ইউনিয়নের লুচিয়া গ্রামে নিজ বাড়ি থেকে আয়ুব গাজীকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই আশরাফুল আলম নয়ন জানান, গত বছরের ১৯ ডিসেম্বর সুবর্ণসার গ্রামের আতিয়ার আলী বিশ্বাসের ছেলে মনিরুজ্জামান মিন্টুকে গুলি করে ও কুপিয়ে খুন করে। এ ঘটনায় নিহতের বড় ভাই আক্কাস আলী বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আকবার আলী নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। আকবার আলীর আদালতে ১৬৪ ধারা জবানবন্দি মোতাবেক আয়ুব গাজীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে আয়ুবকে গ্রেফতারের চেষ্টা করছিল পুলিশ কিন্তু পালিয়ে থাকার কারণে তাকে ধরা যাচ্ছিলো না। অবশেষে দুপুরে গোপন সংবাদ পেয়ে কাজী সেজে এস আই আশাফুল আলম নয়নসহ একদল পুলিশ পাত্রী দেখার জন্য ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মনিরুজ্জামান মিন্টু হত্যা মামলার আসামি আয়ুব গাজীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করা হয় ।
উল্লেখ্য, মনিরুজ্জামান মিন্টু কালীগঞ্জ উপজেলার সুবর্ণসারা গ্রামের আতিয়ার আলী বিশ্বাসের ছেলে ও বারবাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত বছরের ১৯ ডিসেম্বর দুর্বৃত্তরা তাকে গুলি করে, কুপিয়ে ও গলাকেটে খুন করে।