ঝিনাইদহের কালীগঞ্জে জমে উঠেছে ইউপি নির্বাচনী প্রচার-প্রচারণা

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে জমে উঠেছে ইউপি নির্বাচনের প্রচার-প্রচারণা। শেষ মুহূর্তে  নির্বাচনের প্রার্থীরা এখন সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছে ভোটারদের দ্বারে দ্বারে। তবে প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ রয়েছে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে। ভোটাররা বলছেন, যোগ্য প্রার্থীকেই তারা ভোট দেবেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, তৃতীয় দফায় ২৩ এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, ইউপি সদস্য পদে ১৫৯ জন এবং সংরক্ষি নারী ইউপি সদস্য পদে ৭১ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছে। ৮৩ টি কেন্দ্রের মাধ্যমে ১৪৭১৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে শিমলা রোকনপুর ও রায়গ্রাম ইউনিয়ন দুটির নির্বাচন আইনি জটিলতা সহ নানা কারনে স্থগিত রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে ব্যানার, পোষ্টারে ছেয়ে গেছে রাস্তা-ঘাট, গ্রাম-গঞ্জ, চলছে মাইকিং। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র এখন নির্বাচনী আলোচনা-সমালোচনা। প্রার্থীরা বেশির ভাগ সময় ব্যয় করছেন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে, ভোট চাইছেন আর দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আ.লীগের প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী। সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারনায় বাধা দেয়া, আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ রয়েছে বিএনপি প্রার্থীদের। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে পুলিশ সব সময় প্রস্তুত। ভোটাররা বলছেন, ভোটের দিন যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারি। রিটার্নিং কর্মকর্তা জানান, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে আমরা প্রস্তুত। ত্রিলোচনপুর ইউপি আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সানা বলেন, জয়ী হয়ে জনগণের সেবায় কাজ করবো। ত্রিলোচনপুর বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী শেখ বলেন, আ.লীগ প্রার্থীর সমর্থকরা আমার নির্বাচনী প্রচারণা চালাতে দিচ্ছে না আমার কর্মিদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান,  আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সব সময় প্রস্তুত।