কালীগঞ্জের নলডাঙ্গা ভূষণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

কালীগঞ্জ সংবাদদাতা: ঝিনাইদহ কালীগঞ্জের নলডাঙ্গা ভূষণ প্রাথমিক বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল  বেলা ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারে অবস্থিত নলডাঙ্গা ভূষণ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু, পৌর মেয়র মকছেদ আলী,  উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্যা, কালীগঞ্জ  থানার অফিসার ইনচার্জ  আনোয়ার হোসেনসহ  শিক্ষক  ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।