ইন্দোনেশিয়ায় লাইভ শোতে সাপের কামড়ে শিল্পীর মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: ইন্দোনেশিয়ায় একটি লাইভ শোতে গাইছিলেন দেশটির পপ সঙ্গীতশিল্পী ইরমা ব্লু। এর আগেও অজগরসহ বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ নিয়ে মঞ্চে গান পরিবেশন করেছেন ইরমা। কিন্তু মঞ্চে গান পরিবেশনের সময়ে তার উরুতে দংশন করে একটি বিষাক্ত কোবরা সাপ। ব্যাপারটি স্বাভাবিক করে সেই দংশন নিয়েই সাপটিকে হাত দিয়ে সরিয়ে গান চালিয়ে যেতে থাকেন এই শিল্পী। এভাবে চলতে থাকে প্রায় ৪৫ মিনিট। এক পর্যায়ে বিষক্রিয়া থেকে বমি শুরু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার শিকার ওই সঙ্গীতশিল্পী বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী নিয়ে গান পরিবেশনের জন্য সুপরিচিত। পুলিশ ঘটনার তদন্ত করছে। তারা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন।
ভারতে সানস্ট্রোকে মারা গেছে ১১০ জনের বেশি
মাথাভাঙ্গা মনিটর: ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে সানস্ট্রোকে ১১০ জনের বেশি লোক মারা গেছে। এদের অধিকাংশই গত সপ্তাহে মারা গেছে। রাজ্য দুটিতে তীব্র তাপদাহ চলছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। চলমান এই বৈরী আবহাওয়ায় তেলেঙ্গানায় ৬৫ জন এবং পাশের অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড গরমে ৪৫ জনের মৃত্যু হয়েছে। তেলেঙ্গানা দুর্যোগ ব্যবস্থাপনা কমিশন জানিয়েছে, রাজ্যের বেশ কয়েকটি স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছে। প্রদেশের বিভিন্ন স্থান থেকে প্রচণ্ড গরমের কারণে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
কমিশন আরও জানায়, মৃতদের প্রায় অর্ধেক সবচেয়ে বেশি খরা কবলিত এলাকা মাহাবুবনগরের বাসিন্দা। হানামকোন্দায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস, নালগোন্দায় ৪১ ডিগ্রি ও রামাগুন্ডেমে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। কর্তৃপক্ষ স্থানীয়দের সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘরের বাইরে বের না হওয়ার বিষয়ে সতর্ক করেছে। কারণ দিনের এ সময়ে সূর্যের তাপ থাকে সবচেয়ে বেশি। অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর এলাকার কাদাপায় প্রচণ্ড গরমে ১৬ জন মারা গেছে। প্রদেশটিতে এই এলাকাতেই সবচেয়ে বেশি মারা যাওয়ার ঘটনা ঘটেছে। প্রদেশের প্রকাশম এলাকায় ১১ জন প্রাণ হারিয়েছে। রাজ্য সরকার অসুস্থদের চিকিৎসা সহায়তা দেয়ার জন্য জেলা হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে।
সিরিয়ায় কারখানায় আইএসের হামলা, অপহৃত তিন শতাধিক শ্রমিক
মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার একটি সিমেন্ট কারখানায় হামলা চালিয়ে অন্তত ৩০০ শ্রমিককে অপহরণ করেছে ইসলামিক স্টেট (আইএস। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই দাবি করা হয়। দামেস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় দুমেইর শহরের আল বাদিয়া সিমেন্ট কোম্পানিতে হামলা চালানোর পর একটি ডরমিটরি থেকে ওই কর্মীদের অপহরণ করে আইএস। দুমেইর এলাকার এক বাসিন্দা বলেন, ‘গত সোমবার দুপুরে ওই সিমেন্ট কারখানায় হামলা চালানোর পর থেকেই সেখানে বসবাসকারী স্বজনদের খোঁজ পাচ্ছি না আমরা। তাদের ব্যাপারে কোনও তথ্যও জানতে পারিনি এখন পর্যন্ত। ওই সিমেন্ট কারখানার একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, গত সোমবার এই ঘটনা ঘটে। এরপর থেকে ওই শ্রমিকদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। একই দাবি জানিয়েছে সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও।
ভারতে চার শতাব্দী পর নারীদের জন্য খুলল শিঙ্গনাপুর মন্দির
মাথাভাঙ্গা মনিটর: ভারতের মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারে আর কোনো বাধা নেই। চার শতাব্দী পুরনো প্রথার অবসান ঘটিয়ে সেখানে নারীদের প্রবেশের অনুমতি দিয়েছে মন্দিরের ট্রাস্টি বোর্ড। বিগত চার মাস ধরেই মন্দিরে নারীদের প্রবেশধিকার চেয়ে আন্দোলন করে আসছিলো বেশ কিছু সংগঠন। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুরে মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিল, নারীরা শনি শিঙ্গনাপুর মন্দিরে ঢুকতে চাইলে আর বাধা দেয়া হবে না। ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেড নামে একটি মহিলা সংগঠন চার মাস আগে থেকে এই প্রথার অবসানের দাবিতে আন্দোলন শুরু করে। বার বার মন্দিরের সামনে জমায়েত করেও অবশ্য তাঁরা মন্দিরে ঢুকতে পারেননি। বাধা পেয়ে ফিরে এসেছে। আন্দোলনের চাপ বাড়তে থাকায় মন্দির কর্তৃপক্ষ কিছুদিন আগে নতুন নির্দেশ জারি করে জানায়, পুরুষ বা মহিলা কেউই আর মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবে না। এই নির্দেশের পর মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়তে থাকে। শুক্রবার সকালে শতাধিক লোক সব বাধা ভেঙে মন্দিরের গর্ভগৃহে ঢুকে পড়েন।
জাপানে নিখোঁজ বিমানের সন্ধান : নিহত ৬
মাথাভাঙ্গা মনিটর: জাপানে ছয় সদস্যসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। তবে আরোহীদের কাউকেই জীবিত উদ্ধার করা যায়নি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে কাগুশিমা প্রদেশের তাকাকুমা পর্বতে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায় বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে এনএইচকে জানায়,বুধবার দুপুর আড়াইটার দিকে ইউ-১২৫ বিমানটি কিউশু দ্বীপের কাগোশিমা ঘাঁটি থেকে উড্ডয়ন করে। ঘাঁটি থেকে মাত্র ১১ কিলোমিটার উত্তরে যাওয়ার পর বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।