এইচএসসির প্রথম দিনে চুয়াডাঙ্গার ১৩০ জনসহ অনুপস্থিত ১২ হাজার ৮৮৭ : বহিষ্কার ৪৩

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিন চুয়াডাঙ্গায় ১৩০ জনসহ সারাদেশে ১২ হাজার ৮৮৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। বহিষ্কার হয়েছে ৪৩ জন।

গতকাল রোববার এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্র এবং বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের (ডিআইবিএস) পরীক্ষা হয়েছে। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং এইচএসসি ভোকেশনালে বাংলা-২ [সৃজনশীল (নতুন/পুরাতন সিলেবাস)] (১১২১) ও বাংলা-১ [সৃজনশীল (নতুন/পুরাতন সিলেবাস)] (১১১১) পরীক্ষা হয়েছে। আর কারিগরি বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন কমার্সে বাংলা-২ ও বাংলা-১ (সৃজনশীল) এবং ব্যবসায় ব্যবস্থাপনায় বাংলা-২ (নতুন সিলেবাস) ও বাংলা-১ (সৃজনশীল, নতুন সিলেবাস) পরীক্ষা ছিলো। প্রথম দিন ঢাকা বোর্ডে ২ হাজার ১৬৯ জন, চট্টগ্রামে ৮৫৭ জন, রাজশাহীতে ১ হাজার ২৭৬ জন, বরিশালে ৬৭১ জন, সিলেটে ৭৩৭ জন, দিনাজপুরে ১ হাজার ৪৮ জন, কুমিল্লায় ১ হাজার ৪৪৫ জন এবং যশোরে ১ হাজার ৩৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া মাদরাসা বোর্ডে ১ হাজার ৭৯৬ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৪৮৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অন্যদিকে নকলের দায়ে কারিগরি বোর্ডে ৩২ জন, মাদরাসা বোর্ডে ৮ জন এবং রাজশাহী, দিনাজপুর ও যশোর বোর্ডে একজন করে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলো ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন। মোট দুই হাজার ৪৫২টি কেন্দ্রে এই পরীক্ষা নেয়া হচ্ছে। এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সারাদেশে ১২ হাজার ৮৮৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৪৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় সাব-কমিটির তথ্য অনুযায়ী, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারাদেশে ৪৩ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি কারিগরি বোর্ডে ৩২ জন। এছাড়া মাদরাসা বোর্ডে আটজন, রাজশাহী, যশোর এবং দিনাজপুরে একজন করে তিনজন রয়েছেন। রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিন এইচএসসিতে বাংলা প্রথম পত্র, আলিমে কোরআন মজিদ এবং কারিগরিতে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেয়া হয়।

এবারের এই পরীক্ষায় আট হাজার ৫৩৩টি প্রতিষ্ঠানের অনিয়মিত শিক্ষার্থীসহ ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রথমদিন ১০ লাখ ৩১ হাজার ৫৩ জনের অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু ১০ লাখ ১৮ হাজার ১৬৬ জন অংশ নেয়। পরীক্ষার ফরমপূরণ করেও ১২ হাজার ৮৮৭ জন অনুপস্থিত ছিলো। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে এইচএসসি পরীক্ষার্থীরা অভিযোগ করেছে, বাংলার অবজেকটিভ প্রশ্ন তুলনামূলক কঠিন হয়েছে। এ কারণে অনেকেরই পরীক্ষা আশানুরূপ হয়নি। বগুড়ার সারিয়াকান্দি, ময়মনসিংহের ফুলপুর এবং জামালপুরের দেওয়ানগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে গতবছরের প্রশ্নে এইচএসসির এমসিকিউ পরীক্ষা নেয়ার অভিযোগ করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রত্যেক স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

ফেনীতে সোনাগাজি ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় এমসিকিউ প্রশ্নের ছবি মোবাইলে তুলে বাইরে পাচারকালে কয়েকজনকে হাতেনাতে ধরা হয়েছে। পরে অভিযান চালিয়ে কক্ষটি থেকে ৫৫টি মোবাইল জব্দ করা হয়েছে। এ সময় কয়েকজন শিক্ষক নাজেহাল হন। এমনকি পরীক্ষার পর অনেক ছাত্র শিক্ষকদের ওপর চড়াও হয়। কেন্দ্রসচিবের কক্ষ ঘেরাও করে। কিন্তু এতোকিছুর পরও কারও বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়া হয়নি। পরীক্ষাকালে এছাড়া দেশের আর কোথাও থেকে কোনো অঘটনের ঘটনা ঘটেনি। নকল রোধে শিক্ষক, প্রশাসন ও বোর্ডের ভিজিলেন্স টিমও কাজ করে। এরপরও সারাদেশে ৪৩ জন শিক্ষার্থী বহিষ্কার হন। এ বছর ৯ জুন পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে। এপর ২০ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। অর্থাৎ এই পরীক্ষা শেষ হতে লাগছে পৌনে তিন মাস।

চুয়াডাঙ্গায় এইচএসসি ও  সমমানের পরীক্ষার প্রথম দিনে গতকাল রোববার জেলায় ১৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এরমধ্যে এইচএসসিতে ১১০, ভোকেশনাল ও ব্যবসা ব্যবস্থাপনায় ৯  এবং আলিম পরীক্ষায় ১১ জন রয়েছে।

আলমডাঙ্গা চারটি কেন্দ্রে এইচএসসি, আলিম ও ব্যবসায় ম্যানেজমেন্টের পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১ হাজার ৬৫৭ জন। আলমডাঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ৪২১ জন, অনুপস্থিত ছিলো ১ জন। আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩২২ জন, অনুপস্থিত ছিলো ৮ জন। হারদী এমএস জোহা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৫৮২ জন, অনুপস্থিত ছিলো ১০ জন। হারদী অপর কেন্দ্রে বিএম শাখার পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১২৮ জন। আলমডাঙ্গা সিদ্দিকিয়া মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৬৯ জন, অনুপস্থিত ছিলো ১ জন, অপর কেন্দ্রে বিএম শাখার পরীক্ষার্থী ছিলো ১৩৫ জন। গতকাল প্রথমদিনের এইচএসসি, আলিম সমমান পরীক্ষার কেন্দ্র উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান পরিদর্শন করেন।