চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ড্রেনে মশা নাশক ওষুধ স্প্রে করলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ড্রেনে মশা নাশক ওষুধ স্প্রে করলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। ‘আমার পৌর সভাকে রাখতে চাই মশামুক্ত, করতে চাই মানুষের বাসযোগ্য’ এ স্লোগান নিয়ে নিজেই কাধে মেশিন ঝুলিয়ে সদর হাসপাতালের ড্রেনে মশা নাশক ওষুধ ছিটালেন। এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা, আর্থপ্যাডিক ডা. আবুবক্কর সিদ্দিক, সার্জারী বিশেষজ্ঞ ডা. ওয়ালিআর রহমান নয়ন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন, ডা. সউদ কবীর মালিক জনসহ পৌর কাউন্সিলরগণ।

Leave a comment