মায়ের বুদ্ধিমত্তায় চুয়াডাঙ্গা রেলপাড়ার ৩ মাসের শিশু মাহিন রক্ষা পেলো বিষধর সাপের ছোবল থেকে

 

স্টাফ রিপোর্টার: মায়ের বুদ্ধিমত্তায় চুয়াডাঙ্গা রেলপাড়ার ৩ মাসের শিশু মাহিন রক্ষা পেলো বিষধর সাপের ছোবল থেকে। অবিশ্বাস্য হলেও সত্য ঘটনাটি ঘটে গত বুধবার রাত ১২টার দিকে। চুয়াডাঙ্গা রেলপাড়ার বাড়িতে খাবার শেষে নজরুল ইসলামের পুত্রবধূ অথাৎ রাজুর স্ত্রী শিরীন আক্তার ৩ মাসের শিশু সন্তান মাহিনকে নিয়ে রাত ১০টার দিকে ঘুমতে যান। আলো নিভিয়ে ডিমলাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে মা ও সন্তান। রাত ১২টার দিকে হঠাৎ মা শিরিনের ঘুম ভেঙে যায়। মা ডিম লাইটের আলোয় দেখতে পান ছেলে মাইনের মাথার পাশে সাপের মতো কি যেন একটা দেখা যাচ্ছে। এ সময় তাৎক্ষণিকভাবে ছেলে মাহিনকে একহাতে তুলে ধরে অপর হাতে মশারি উঁচু করে দ্রুত খাট থেকে নেমে বাইরে বেরিয়ে আসেন শিরিন আক্তার। বাড়ির সবাইকে ডেকে ঘরের লাইট জ্বালিয়ে দেখেন বিষধর গোখরা (কুলিন) সাফ ফোনা তুলে মশারির মধ্যেই আছে। সকলের চিৎকার চেচামেচি শুনে সাফ গোজরাতে থাকেন। খবর পেয়ে মাহিনের বড় দাদা আল-আমিন পাশের বাড়ি থেকে ছুটে আসেন। মশারির মধ্যে থেকে কিভাবে সাপটি মারা যায় সে পরিকল্পনা করতে থাকেন। শেষ পর্যন্ত আল-আমিন তার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে গুলি করে সাপটিকে মেরে ফেলেন। গুলির শব্দে পাড়ার সকলে জেগে উঠে। সাড়ে ৪ ফুট লম্বা এ বিষধর সাপটি দেখতে সকলে ভিড় জমায় একই সাথে মা শিরিন আক্তারের তাৎক্ষাণিক বুদ্ধিমত্তার প্রশংসা করেন। অনেকে বলেন, আল্লাই বাচিয়েছেন মা ও সন্তানকে।