কুষ্টিয়া প্রতিনিধি: জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া ধুয়া তুলসি পাতা নয়, ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মানুষ খুন করার অভিযোগ এবং সন্ত্রাস চালানোর অভিযোগ আছে। ৯৩ দিনে আগুন সন্ত্রাসের ঘটনা প্রত্যক্ষভাবে জনগণ দেখেছেন। আগুন সন্ত্রাসের নেত্রী ছিলেন খালেদা জিয়া এর জন্য দায়ী। গতকাল বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাসভবন কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যেমন ৭১ মহাযুদ্ধে গণহত্যার নেতৃত্ব গোলাম আজম দিয়েছিলো, মতিউর রহমান নিজামিসহ আল বদরা রাজাকারা দিয়েছিলো। এটা বলার অপেক্ষা রাখে না যে গণত্যার জন্য যদি গোলাম আজম, মতিউর রহমান দায়ী হয়ে থাকে তাহলে আগুন যুদ্ধে ৯৩ দিনে যতোগুলো মানুষ মারা যায় তার জন্য বেগম খালেদা জিয়ায় দায়ী। এর জন্য বেগম খালেদা জিয়া দায়ী, তার জন্য তার বিচার করা হবে। এ সময় কুষ্টিয়ার জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।