মেহেরপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ৮ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. মোস্তাফিজুর রহমান টিপু সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার মেহেরপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড নির্বাচন কমিটি-২০১৬’র সভাপতি স্বপন কুমার সরকার ওই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে অন্যান্যের মধ্যে খ.হা.ম. হাবিবুর রহমান সহসভাপতি নির্বাচিত হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকা ব্লক-১ থেকে ব্লক-৬ পর্যন্ত সদস্যরা হলেন যথাক্রমে- আব্দুল লতিফ, নজরুল ইসলাম, মোসলেম আলী, হারুন অর রশিদ, সাহিনা বেগম ও সাবিনা ইয়াসমিন। স্বপন কুমার সরকার আরো বলেন, এ নির্বাচনে প্রতি পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।