জীবননগর ব্যুরো: জীবননগর পাইলট হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র বিতরণে বাধা দেয়ায় ক্ষুদ্ধ এক অভিভাবক রোববার চুয়াডাঙ্গা সহকারী জজ আদালতে নির্বাচন বন্ধে নিষেধাষ্ণা চেয়ে আবেদন করেছেন। কেন মনোনয়নপত্র দেওয়া হচ্ছে না তার সন্তোষজনক কারণ দর্শানোর জন্য আদালত ৭ দিনের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। মামলায় বিবাদী করা হয়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সী আব্দুস সামাদ ও এসএমসির নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বরত উপজেলা ইন্সেট্রাক্টর মুহাম্মদ হাবিবুর রহমানকে।
জীবননগর উপজেলার পিয়ারাতলার মৃত আব্দুল আজিজ প্রধানের ছেলে উথলী ইউপির সাবেক সদস্য মামলার বাদী খলিলুর রহমান তার আরজিতে বলেছেন, স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনী তফশীল ঘোষনা করা হলে তিনি গত ২৬ মার্চ মনোনয়নপত্র নিতে যান। এসময় প্রতিষ্ঠান প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সী আব্দুস সামাদ তাকে মনোনয়নপত্র দিতে অপরাগতা প্রকাশ করেন। কারণ জিজ্ঞাসা করলে তিনি তাকে জানান রাজনৈতিক নেতাদের চাপ ও নিষেধ আছে। একটি সূত্র জানায়, প্রধান শিক্ষক ঘটনার হুবহু তুলে ধরে এসময় একটি লিখিত প্রদান করেন। মনোনয়নপত্র না পেয়ে ক্ষুদ্ধ হয়ে তিনি মামলা চলাকালে বিবাদীণ যাতে নির্বাচনী কার্যক্রম চালাতে না পারেন তার জন্য নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালতের বিচারক মো. সেলিম রেজা নির্বাচন বন্ধে কেন স্থায়ী আদেশ দেওয়া হবে না ৭ দিনের মধ্যে তার সন্তোষজনক কারণ দর্শানোর জন্য বিবাদীদের নামে নোটিশ জারী করেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. বজলুর রহমান।