চুয়াডাঙ্গায় দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধের চেতনায় লালিত কুসংস্কার ভেদ করে এগিয়ে যাচ্ছে দেশ টিভি। গতকাল চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে দেশ টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা এ কথা বলেন।

দেশ টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুজ্জামান সেতুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার এনডিসি মুহা. মুনিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলার শাখার সভাপতি মাহাতাব উদ্দীন, প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, সহসভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সরদার আল আমিন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবসহ অনেকে। বক্তারা খাইরুজ্জামান সেতুর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকে প্রশাংসা করেন। একইসাথে মুক্তিযুদ্ধের চেতনায় লালন করে দেশ টিভির অনুষ্ঠানমালাকে সুস্থধারার সংস্কৃতিক চর্চা বলে মন্তব্য করেন। আলোচনাসভা শেষে কেক কাটা হয়। বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাকে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।