দামুড়হুদার মদনা সীমান্ত থেকে ওয়াটার বেলুন উদ্ধার

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা সীমান্ত এলাকা থেকে ভারতীয় তৈরি দেড় লাখ পিস ওয়াটার বেলুন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
গত বুধবার দিনগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বড়বলদিয়া ঈদগাহ মাঠে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাচালানিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বস্তাভর্তি ওয়াটার বেলুন ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই বস্তা থেকে ১ লাখ ৭৩ হাজার ৫শ পিস ওয়াটার বেলুন উদ্ধার করে। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক গতকাল এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।