Untitled

করিমন ভাড়ার টাকা চাইতে গিয়ে চালককে দলে-চটকে আহত করার অভিযোগ
দামুড়হুদা প্রতিনিধি: করিমন ভাড়ার টাকা চাইতে গিয়ে মোশারফ (৩০) নামের এক করিমন চালককে এলোপাতাড়ি কিলঘুষি মারার পাশাপাশি তাকে দলে-চটকে আহত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আহত করিমন চালক দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এসে চিকিৎসা নিতে হয়েছে। সে দামুড়হুদা উপজেলার দুলালনগর গ্রামের আজগার আলীর ছেলে। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুলালনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত করিমন চালক উপজেলার দুলালনগর গ্রামের আজগার আলীর ছেলে মোশারফ জানান, প্রায় মাস তিনেক আগে গ্রামের নাসির শেখের ছেলে নাজিমের কাছে ধান বয়ে আনা বাবদ করিমন ভাড়া ১শ টাকা এবং গত বুধবার দুলালনগর থেকে মহাজনপুরে তুলা বহনের জন্য ৫০ টাকা মোট দেড়শ টাকা করিমন ভাড়া পান। বুধবার সন্ধ্যায় গ্রামের আলিফের চায়ের দোকানে করিমনের ভাড়ার ওই দেড়শ টাকা চাইতে গেলে নাজিম বলে ভাড়া এখন দিতে পারবো না। আমি পুনরায় টাকা চাওয়ার সাথে সাথে আমাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করে এবং আমার গায়ে থাকা সয়েটার টেনে ছিড়ে দিয়ে আমাকে মাটিতে ফেলে দলে-চটকে আহত করে। দোকানে বসে থাকা লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। করিমন চালক মোশারফ আরো বলেন, নাজিম এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ। এ কারণে তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।