আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা র্যা ব অভিযান চালিয়ে হাটুভাঙ্গার পাঞ্জাবকে আটক না করতে পারলেও তার অন্যতম সহযোগী মাদকব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৭ বোতল ফেনসিডিলসহ আটক করেছে।
জানা গেছে, এএসপি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র্যা ব-৬’র একটি টিম গত পরশু হাটুভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে উপজেলার শীর্ষ ফেনসিডিলব্যবসায়ী পাঞ্জাবকে আটক করতে না পারলেও তার অন্যতম সহযোগী জাহাঙ্গীর আলমকে (৩৩) আটক করে। ওই এলাকায় জাহাঙ্গীর পাঞ্জাবের সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকব্যবসা চালিয়ে আসছে। এছাড়ার হাটুভাঙ্গা গ্রামের প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে রমরমা জুয়ার আসর। গত পরশু তাকে আটকের পর তার নিকট থেকে র্যা ব ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। জাহাঙ্গীর আলম হাটুভাঙ্গা গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে। আটক মাদকব্যবসায়ী জাহাঙ্গীর র্যা বের নিকট অকপটে ম্যাদকব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে নিজেকে মাদকসম্রাট পাঞ্জাবের সহযোগী ব্যবসায়ী বলে স্বীকারোক্তি দিয়েছেন। গতকাল বুধবার তাকে সংশ্লিষ্ট মামলায় আলমডাঙ্গা থানা পুলিশ আদালতে সোপর্দ করেছে।