মামীকে বিয়ের প্রস্তাব ও প্রেম নিবেদনের এক পর্যায়ে আলমডাঙ্গার ফরিদপুরের কৃষ্ণ টুটুল এখন শ্রীঘরে

আলমডাঙ্গা ব্যুরো: প্রেম নিবেদনের এক পর্যায়ে মামীকে বিয়ের প্রস্তাব দিয়ে আলমডাঙ্গার ফরিদপুরের কৃষ্ণ টুটুল এখন শ্রীঘরে। মামার অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার রাতে পুলিশ তাকে আটক করেছে।
জানা গেছে, আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের মৃত নেকবার আলীর নাতিছেলে রুহুল আমিন দীর্ঘদিন ধরে নানার বাড়ি অর্থাৎ ফরিদপুরে বসবাস করে আসছে। রুহুল আমিন বেশ কয়েক বছর আগে একই গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে সুরভীকে (২২) বিয়ে করে। বর্তমানে সুরভী এক সন্তানের জননী। তাদের প্রতিবেশী মহর আলীর ছেলে টুটুল (২৫)। সুরভী সম্পর্কে টুটুলের মামী। তা সত্বেও টুটুল দীর্ঘদিন ধরে সুরভীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এরই এক পর্যায়ে গত ২৩ জানুয়ারি রাতে টুটুল সুরভীর ঘরে ঢোকে। সে সময় সুরভীর চিৎকার-চেচামেচিতে বাড়ির লোকজন ছুটে গেলে টুটুল পালিয়ে যায়। পরদিন এ ঘটনায় সুরভীর স্বামী আলমডাঙ্গা থানায় টুটুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল বুধবার রাতে টুটুলকে আটক করেছে।
এদিকে, ২৩ জানুয়ারি রাতে মামীর ঘরে ঢুকে অবস্থা বেগতিক দেখে টুটুলের ভোদৌঁড় দেয়ার বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ে। এরপর থেকে রসিক গ্রামবাসী তাকে কৃষ্ণ টুটুল নামে ডাকতে শুরু করেছে বলে গ্রামসূত্রে জানা যায়।