মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী লুৎফর রহমান লাঞ্ছিত : থানায় জিডি

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক লুৎফর রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চেয়ে মহেশপুর থানায় জিডি করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে লুৎফর রহমান তার অফিসে কর্মরত অবস্থায় হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার ফারুক আহম্মেদ আচমকা তার অফিসে ঢুকে তাকে লাঞ্ছিত করে। এ ঘটনায় লুৎফর রহমান সুষ্ঠু বিচার চেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা বরাবর আবেদন করলে তিনি বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি ইতোমধ্যে তদন্ত রিপোর্ট পেশ করেছে। এতে ঘটনার সত্যতা আছে বলে প্রতীয়মান হয়েছে। এদিকে এ বিষয়ে বাদীকে বিবাদীপক্ষ নানা ধরনের হুমকি দিচ্ছে। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে গত ২১ জানুয়ারি মহেশপুর থানায় একটি জিডি করেছেন। লুৎফর রহমান জানায়, তাকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে এবং চাকরিতে ক্ষয়ক্ষতি করা হবে বলে একটি মহল চাপ সৃষ্টি করছে।