জম্মু ও কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী হচ্ছেন মেহবুবা!
মাথাভাঙ্গা মনিটর: জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মেহবুবা মুফতি। গতকাল বৃহস্পতিবার মেহবুবার বাবা মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ মারা যান। তাঁর মৃত্যুর পর ক্ষমতাসীন দল সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রী পদের জন্য মেহবুবার প্রতি সমর্থন জানায়। জম্মু ও কাশ্মীরের বর্তমান ক্ষমতাসীন দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রতিষ্ঠাতা মুফতি সাঈদ গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) মারা যান। গত বছরের মার্চে জম্মু-কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন সাঈদ। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাথে জোট বেঁধে রাজ্যে সরকার গঠন করেন তিনি। পিডিপির নেতা ও লোকসভার সদস্য মোজাফফর হোসাইন বেগ গণমাধ্যমকে বলেছেন, আমরা সর্বসম্মত যে, মেহবুবাই তাঁর বাবার উত্তরসূরি হবেন।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মারা গেছেন
মাথাভাঙ্গা মনিটর: ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ (৭৯) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) মারা যান তিনি। সাঈদকে গত ২৪ ডিসেম্বর এআইআইএমএসে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান। নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। সাঈদের মরদেহ শ্রীনগরে নেয়া হবে। জনগণকে শেষবারের মতো দেখার সুযোগ দিতে সেখানে তাঁর মরদেহ রাখা হবে। দক্ষিণ কাশ্মীরে পৈতৃক গ্রামে তাঁকে দাফন করা হতে পারে। গত বছরের মার্চে জম্মু-কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রতিষ্ঠাতা সাঈদ। কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাথে জোট বেঁধে রাজ্যে সরকার গঠন করে পিডিপি। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে সাঈদের উত্তরসূরি হতে পারেন তাঁর মেয়ে মেহবুবা মুফতি।
ইয়েমেনে ইরানি দূতাবাসে বিমান হামলা চালিয়েছে সৌদিরা
মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের রাজধানী সানায় ইরানি দূতাবাসে সৌদি আরব-নেতৃত্বাধীন জোট বাহিনী ইচ্ছাকৃতভাবে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, হামলায় দূতাবাসের কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছে। ইরানের দূতাবাসটিতে পুরোদমে কাজ চলছিলো কি-না স্পষ্ট জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি। গত বছর অনেকগুলো দেশ তাদের দূতাবাস এবং কর্মীদের সরিয়ে বন্দরশহর এডেনে নিয়ে গেছে। সানার অধিবাসীরা গতকাল বৃহস্পতিবার হুতি বিদ্রোহীদের সাথে লড়াইয়ে শহরটিতে সৌদি-নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর একের পর এক বিমান হামলা হওয়ার কথা জানায়। তবে বিমান হামলায় দূতাবাসের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে শহরটির অধিবাসী ও প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থল থেকে এক সাংবাদিকও দূতাবাসের কোনো ক্ষয়ক্ষতি চোখে পড়েনি বলে জানিয়েছেন। কোয়ালিশনের মুখপাত্র বলেছেন, হামলার লক্ষ্য ছিলো বিদ্রোহীদের রকেট লাঞ্চার। আর বিদ্রোহীরা অভিযান চালানোর জন্য পরিত্যাক্ত দূতাবাসগুলোকেই কাজে লাগিয়ে আসছে।
যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগত অস্ত্র চেয়েছে দক্ষিণ কোরিয়া
মাথাভাঙ্গা মনিটর: উত্তর কোরিয়া সফলভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষার কথা জানানোর একদিন পর কোরীয় উপদ্বীপে কৌশলগত অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু করেছে দক্ষিণ কোরিয়া। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একজন সামরিক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। তবে উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী পরীক্ষাটি হাইড্রোজেন বোমা পর্যায়ের ছিলো কি-না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও সমরাস্ত্র বিশেষজ্ঞরা। তবে সন্দেহ প্রকাশের পরও পরমাণু কর্মসূচি অব্যাহত রাখায় নিঃসঙ্গ কমিউনিস্ট দেশটি ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভূগর্ভে চালানো উত্তর কোরিয়ার এই পরীক্ষায় চীনও ক্ষুব্ধ হয়েছে। প্রধান মিত্র হওয়ার পরও চীনকেও এ পরীক্ষার বিষয়ে আগাম কোনো বার্তা দেয়নি দেশটি। আর এতে করে মিত্রতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে চীন। বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, উত্তর কোরিয়ার পরীক্ষায় প্রতিবেশী জাপানও উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফোন করে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এ ব্যাপারে বিশ্ব সম্প্রদায়ের দৃঢ় প্রতিক্রিয়া জানানো দরকার বলে মন্তব্য করেছেন। ইস্যুটির প্রতিক্রিয়ায় কী পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে আলোচনা করতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ফোন করে কথা বলেছেন প্রেসিডেন্ট ওবামা।
লিবিয়ায় পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে হামলা : নিহত প্রায় ৫০
মাথাভাঙ্গা মনিটর: লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় জ্লিটান শহরের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাকবোমা হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে। হাসপাতাল কর্মীরা প্রাথমিকভাবে বেসামরিক নাগরিকসহ ৬৫ জন নিহত হওয়ার কথা বললেও পরে ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্রাইসিস কমিটির প্রধান ফোজি আওনাইস ৪৭ জন নিহত এবং ১১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার আল-জাহফল প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাকবোমাটি বিস্ফোরিত হয়। এ সময় শ’ শ’ পুলিশ সদস্য সেখানে জমা হচ্ছিল বলে জানান শহরটির মেয়র মিফতাহ লাহমাদি।