কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ও দুর্গাপুরে মুখোশধারী ডাকাতদল তাণ্ডব চালিয়েছে। ডাকাতেরা কার্পাসডাঙ্গা বাজারের ৪ নৈশ প্রহরীকে কুপিয়ে পার্শবর্তী বাগানে বেঁধে রাখে। এছাড়া দুর্গাপুরে একটি বাড়ির পাঁচিল টপকে একদল ডাকাত ঢুকে অস্ত্রের মুখে একটি পরিবারের সকলকে জিম্মি করে দীর্ঘ সময় ধরে ডাকাতি করে। ডাকাতদল নগদ টাকা, সোনার গয়নাসহ মূল্যবান মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।
স্থানীয়রা বলেছে, কার্পাসডঙ্গা পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ২শ গজ দূরে ডাকাতির ঘটনা ঘটায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। গোটা এলাকায় বিরাজ করছে ডাকাত আতঙ্ক। জানা গেছে ডাকাত দল প্রথমে হানা দেয় কার্পাসডাঙ্গা বাজারে। তারা বাজারের নৈশ প্রহরী হানিফ, আজিজ, আজাবুল ও সিরাজকে পাশের একটি আমবাগানে বেঁধে রাখে । এ সময় আজাবুলকে ডাকাতদল কুপিয়ে জখম করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই রাত ৩টার দিকে কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের স্বপনের মেহের কুটির বাসভবনের পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করে ডাকাতদল। এ সময়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। বাড়ির সবাইকে প্রাণনাশের হুমকি দিয়ে ৩ ভরি সোনার গয়না, ৫টি মোবাইলফোন ও ২০ হাজার টাকাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় ডাকাত দল। বাড়ির মালিক স্বপন জানান ডাকাতরা দরজা ভাঙার সময় পুলিশকে বার বার ফোন করেও সাড়া মেলেনি। প্রায় ৩০ মিনিট ধরে তাণ্ডব চালালেও ঘটানাস্থলে আসেনি পুলিশ। গ্রামবাসী বলেছে পুলিশের নাকের ডগায় ঘটনা ঘটায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ একটু তৎপর হলেই ডাকাতির ঘটনা ঘটতো না বলে মন্তব্য অনেকের। তবে পুলিশ ঘটনাস্থলে গেলেও গ্রেফতার করতে পারেনি কোনো ডাকাত সদস্যকে।