যারা যুদ্ধপরাধীদের বিচার নিয়ে কথা বলে তারা পাকিস্তানের দালাল-কুষ্টিয়ায় ইনু

কুষ্টিয়া প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা আমাদের ইতিহাস নিয়ে কথা বলে, যারা যুদ্ধপরাধীদের বিচার নিয়ে কথা বলে তারা পাকিস্থানের দালাল। আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ন জয়ন্তী ও পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, সামরিক শাসন থেকে, সাম্প্রদায়িকতা থেকে গণতন্ত্রের উত্তরণপর্বে আছি, সাম্প্রদায়িকতা ও সমারিক শাসনের জঞ্জাল থেকে পরিস্কার করার পর্বে আছি। বর্তমানকে সচল রাখার দায়িত্বে নিয়ে সরকার দেশ পরিচালনা করছেন। ভবিষ্যতের স্বপ্নের প্রথম নক্সা তৈরী হচ্ছে।
এসময় তিনি আরও বলেন, যারা একাত্তরে পাকিস্তানের পক্ষ নিয়ে গণহত্যা আর নারীর নির্যাতন করেছিলো তারা বাংলার বেঈমান। ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। তখন যারা পাকিস্তানের পক্ষ নিয়ে রাজাকারী করেছিলো তারা জাতীয় বেঈমান ও দেশের শত্রু। বর্তমানে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে গিয়ে নব্য রাজাকারের খাতায় নাম লিখিয়েছেন। এসময় জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।