কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১ আহত-১০

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে সাইফুল ইসলাম মালিথা (২৩) নামের একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুরে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বটতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিন সালাউদ্দিন গ্রুপের সাথে এনাম মেম্বার গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে ২০১১ সালের মে মাসে শাহিন সালাউদ্দিন গ্রুপের ক্যাডারদের হাতে এনাম মেম্বার গ্রুপের রাহাত আলী নামের একজন নিহত হন। সম্প্রতি ওই হত্যা মামলার আসামিরা আদালত থেকে জামিনে বের হয়ে এলাকায় ফিরে আসলে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার দু পক্ষের মধ্যে বাক বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দু পক্ষের এই সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে শাহিন সালাউদ্দিন গ্রুপের সাইফুল মালিথা (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত সাইফুল টাকিমারা গ্রামের সানোয়ার মালিথার ছেলে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, শাহিন সালাউদ্দিন এবং এনাম মেম্বার গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুনরায় যাতে এ ধরণের সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।