আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বকসিপুর গ্রামে বিদ্যুতস্পৃস্ট হয়ে সুফিয়া খাতুন নামের এক মধ্যবয়সী গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় নিহত গৃহবধূকে বাঁচাতে গিয়ে শিশুসহ এক দম্পতি আহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বক্সিপুর গ্রামের মুকসার মণ্ডলের বাড়ির ২ ঘরের মাঝখান থেকে বিদ্যুত সংযোগের তার ছিড়ে মাটিতে পড়েছিলো। গতকাল বিকেলে পার্শ্ববর্তী পুকুরে গোসল করে বাড়িতে ঢুকছিলেন সুফিয়া খাতুন। অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুতস্পৃস্ট হয়ে পড়ে যান। তার আর্তনাদ শুনে ছুটে আসে নাতি ৫ বছরের শিশু রাসেল। শিশু রাসেলও বিদ্যুতস্পৃস্ট হয়। এ সময় সুফিয়ার ভাসুর আব্দুস সাত্তার ও তার স্ত্রী রোশন আরা দ্রুত ছুটে গিয়ে সুফিয়া খাতুন ও শিশু রাসেলকে বাঁচানোর চেষ্টা করে। সে সময় তারাও বিদ্যুতস্পৃস্ট হয়ে আহত হন। সুফিয়াকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নেয়া হয় আলমডাঙ্গার একটি ক্লিনিকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির শরীরের বেশ খানিকটা অংশ পুড়ে গেছে। আহত ৩ জনকে চিকিৎসা শেষে বাড়িতে ফিরিয়ে আনা হয়।