বদরগঞ্জ প্রতিনিধি: প্রবাসীর স্ত্রী কলেজছাত্রী ও এক ছাত্রের অশ্লীল ডিভিও মোবাইলে ধারনের পর হাতে হাতে ছড়িয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার নয়মাইল গ্রামের মেয়ে বদরগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তার এক সহপাঠীর সাথে গত ১০ ডিসেম্বর দুপুরে রঙ্গলীলা ভিডিও দৃশ্য মোবাইলফোনের মাধ্যমে ধারণ করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনা নিয়ে বদরগঞ্জ কলেজসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
বিষয়টি কলেজ কর্তৃপক্ষ জানার পর গতকাল শনিবার দুপুরে কলেজ পরিচালনা কমিটিসহ শিক্ষকরা জরুরি বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্তে কলেজ পরিচালনা কমিটি কলেজ থেকে দু শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, তাদেরকে বহিষ্কার করা হয়নি। তাদেরকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। তবে এসব অনৈতিক কাজের সাথে জড়িত থাকায় ৯ সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা কলেজ পরিচালনা কর্তৃপক্ষ খতিয়ে দেখে তাদের ব্যাপারে ব্যবস্থা নেবে।