ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা জাসদের মতবিনিময়সভা গতকাল শনিবার বিকেল ৪টায় জেলা জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা জাসদ নেতা এম সবেদ আলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু। তিনি বলেন আগামী ডিসেম্বর মাসের ৭-১০ তারিখের মধ্যে জাসদের জেলা কাউন্সিল করা হবে। যে সমস্ত উপজেলায় বা ইউনিয়নে পুর্নাঙ্গা কমিটি গঠন হয়নি। অতি দ্রুতভাবে সে সমস্ত এলাকার কমিটি গঠন কাজ শেষ করার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন দলকে সংগঠিত ও শক্তিশালী করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। আগামী পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী দেয়া হবে। তাছাড়া কয়েকদিনের মধ্যেই চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা পৌর নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আলমডাঙ্গার পৌর মেয়র পদে এম সবেদ আলীর নাম ঘোষণা করেন এবং তাকে জয়লাভ করানোর জন্য দলের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বক্তব্য রাখেন জেলা জাসদের সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, জেলা জাসদ নেতা আনিসুজ্জামান জম, লাভলু রহমান, আলমডাঙ্গা উপজেলা জাসদ সভাপতি গোলাম সারোয়ার হোসেন, চুয়াডাঙ্গা উপজেলা জাসদের আহ্বায়ক আবুল হোসেন মণ্ডল, জীবননগর উপজেলা জাসদের সভাপতি সামসুল আলম, বেগমপুর ইউনিয়ন জাসদের সভাপতি ডা. শরিফুল ইসলাম, সম্পাদক রমজান আলী, চুয়াডাঙ্গা পৌর জাসদ নেতা শরিফুল ইসলাম জোয়ার্দ্দার।