জীবননগর আন্দুলবাড়িয়া জিসিসিআর সড়কে ছিনতাই

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া হারদা চাঁনপুর জিসিসিআর সড়কে রেলগেটের অদূরে আলোচিত ছিনতাই স্পটে আবার ছিনতাই সংঘটিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৪/১৫ জনের ছিনতাইকারী অস্ত্রের মুখে আলমসাধুর গতিরোধ করে আলমসাধু, নগদ টাকা ও একটি মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে শাহাপুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হারদা চাঁনপুর জোড়াতলাপাড়ার মৃত আব্দুল কাদের মোল্লার ছেলে জয়নাল আবেদীন (৪৫) আলমসাধুচালক। তিনি গত শুক্রবার সন্ধ্যায় গ্রামের কয়েকজন কৃষকের ধনেপাতার ভাড়া নিয়ে একই পাড়ার আতিয়ার রহমানের ছেলে আক্তারুল ইসলামকে সাথে নিয়ে আনছারবাড়িয়া রেলস্টেশনে যান। গোয়ালন্দ মেইল ট্রেনে ধনের পাতা তুলে দিয়ে আলমসাধু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কলমগাড়ি মাঠের পাঁকড়াতলায় পৌঁছুলে ১৪/১৫ জনের ছিনতাইকারী দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। কোনোকিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা চোখে টর্চলাইট ধরে নানা ভয়ভীতি দেখিয়ে আলমসাধু, নগদ টাকা ও একটি মোবাইলফোন ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা আলমসাধুচালক জয়নাল ও আক্তারুলকে মারধর করে হাত, পা ও চোখ বেঁধে খোলা মাঠের মধ্যে ফেলে রাখে। এ ব্যাপারে শাহাপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনর্চাজ এএসআই পলাশ পারভেজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলটি চুয়াডাঙ্গা থানা এলাকায় বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, ওই ছিনতাই স্পটে ইতোপূর্বে একাধিক ছিনতাইসহ ছিনতাইকারীদল এক আলমসাধু চালককে খুন করে আলমসাধু ছিনিয়ে নেয়। এছাড়াও আখক্ষেতের মধ্যে নিয়ে এক নারীকে পাশবিক নির্যাতনের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করে র্দুবৃত্তরা।