জীবননগর সীমান্ত পথে সোনার বার যায় আসে গয়না

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে দেদারছে ভারতে পাচার হচ্ছে সোনা। পাচার হওয়া সোনা গয়না বানিয়ে আবার ফেরত আনা হচ্ছে বাংলাদেশে। একই সাথে পাচার করে আনা হচ্ছে বিভিন্নভাবে ভারতে গিয়ে জমে থাকা বাংলাদেশি টাকা। উপজেলার নতুনপাড়া সীমান্ত সোনা পাচারের প্রধান রুটে পরিণত হয়েছে। ইতোপূর্বে এ সীমান্ত ২ কেজি সোনার বার ও সোনার গয়নাসহ বিএসএফের হাতে একজন আটক হয়। কোটচাঁদপুর থানা পুলিশ দু দফা পরিবহন থামিয়ে সোনার বার উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করে। সর্বশেষ গত শুক্রবার নতুনপাড়া সীমান্তে বিএসএফের হাতে ৮ কেজি সোনার গয়না ও নগদ ১৩ লাখ বাংলাদেশি টাকাসহ সুখি মণ্ডল (৩০) আটক হয়েছে। আটককৃত এ সোনার গয়না ও টাকার মালিক কারা তা অনুসন্ধানে নেমেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।