দলীয়ভাবে মেয়র নির্বাচনের বিল উত্থাপন

স্টাফ রিপোর্টার: মেয়র পদে দলীয় ও কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে মনোনয়ন দেয়ার সুযোগ রেখে সংসদে বিল উপস্থাপন করা হয়েছে। গতকাল রোববার উত্থাপিত বিলে কাউন্সিলরদের দলীয় মনোনয়নের বিধানটি সংশোধিত আইনে বাদ দেয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় দিনের সম্পূরক কার্যসূচিতে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ  হোসেন ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০১৫ উত্থাপন করেন। বিলটি অধিকতর যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

গত ২ নভেম্বর অধ্যাদেশ জারির দু সপ্তাহের মাথায় তা রহিত করে আইনের সংশোধন আনা হলো। সেক্ষেত্রে কাউন্সিলর পদে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগটি বাদ দিয়ে শুধু মেয়র পদে দলীয়ভাবে ভোটের সুযোগ রাখা হলো। কাউন্সিলর পদে আগের মতোই নির্দলীয়ভাবে ভোটের সুযোগ বহাল থাকল। সংসদে উত্থাপনের পর বিলটি তিন কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সংশোধিত বিলে বলা হয়েছে, পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য কোনো রাজনৈতিক দল মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। এর আগে অধ্যাদেশে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের দল মনোনীত প্রার্থী হওয়ার সুযোগ রাখা হয়েছিলো। ডিসেম্বরে পৌরসভা নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় সংসদ বসার জন্য অপেক্ষা না করে ২ নভেম্বর এ আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করা হয়। ৮ নভেম্বর সংসদের অষ্টম অধিবেশনের প্রথম দিন তা উত্থাপন করা হয়। পরে ৯ নভেম্বর স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন- ২০১৫’র খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এর ধারাবাহিকতায় সংশোধিত বিলটি উত্থাপন করা হয়।