৪ দফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে বিডিএমএস শিক্ষার্থীবৃন্দ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৪ দফা দাবিতে মানাববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার শিক্ষার্থীবৃন্দ। গতকাল রোববার সকল ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চুয়াডাঙ্গা ম্যাটসের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় তারা দাবি করেন,উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে,পুনরায় ইন্টার্ন ভাতা চালু করতে হবে, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করতে হবে,কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে ১০ম গ্রেডে নিয়োগ প্রদান এবং সকল বেসরকারি হাসপাতাল,ক্লিনিকে নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। মানববন্ধনে বিডিএমএস সভাপতি আব্দুস সালাম বলেন,অতীব দুঃখের বিষয়, আমাদের মতো একই কোর্সধারী ডিপ্লোমা নার্স,ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আমাদের সমমান অন্য সকল ডিপ্লোমাদের উচ্চশিক্ষার সুযোগ থাকলেও আমাদের উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই। যেখানে এই ডিএমএফ কোর্সে অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করলে একদিকে যেমন এই জাতি সুশিক্ষিত হবে, অপরদিকে বাংলাদেশের স্বাস্থ্যসেবার গতি আরও তরান্বিত হবে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিডিএমএস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বকুল হুসাইন,প্রচার সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।