কেরুজ সার গোডাউনে সার চুরির ঘটনায় মুনসুরসহ ২ জন সাময়িক বরখাস্ত

দর্শনা অফিস: কেরুজ চিনিকলের সার গোডাউন থেকে সার চুরির ঘটনায় তড়িত ব্যবস্থা গ্রহণ করছে মিলের ব্যবস্থাপনা পর্ষদ। এরই মধ্যে সার চোরচক্রের অভিযুক্ত হোতা মুনসুর আলীসহ ২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই এগুচ্ছে মিল কর্তৃপক্ষ। অভিযোগ খতিয়ে দেখার জন্য ২/১ দিনের মধ্যে গঠন করা হতে পারে তদন্ত কমিটি।

দীর্ঘদিন ধরে গোডাউনের বস্তা থেকে সার চুরি করে আসছে দায়িত্বরত ব্যক্তিরা। গত বুধবার দুপুর ১২টার দিকে কেরুজ চিনিকলের পুরাতন গ্যারেজ সংলগ্ন সার গোডাউনের ইনচার্জের অনুপুস্থিতির সুযোগে সারের বস্তা থেকে অভিনব কৌশলে সার বের করছিলো দামুড়হুদার হাউলী ইউনিয়নের লোকনাথপুর বাসস্ট্যান্ডপাড়ার নুর মোহাম্মদের ছেলে দিনহাজিরা শ্রমিক আ. খালেক ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর মসজিদপাড়ার খোদা বক্সের ছেলে উসমান। এ সময় মিলের নিরাপত্তাকর্মীরা হাতেনাতে ধরে ফেলে উসমান ও খালেককে। সার চুরির ঘটনায় মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত পত্রে অভিযুক্ত মুনসুর আলীসহ ২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। আগামী শনিবার সার চুরি ঘটনার তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন। তদন্ত শেষ হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে মিল কর্তৃপক্ষ। এবিএম আরশাদ হোসেন বলেছেন, সার চুরির ঘটনার সাথে জড়িত ব্যক্তি যতোই শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।