রামপালে ৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত আধুনিক সাইক্লোন শ্লেল্টারের উদ্ধোধন

বাগেরহাট সংবাদদাতা॥।

 

বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী এলাকায় ৪ কোটি ৫ লাখ টাকা ব্যায়ে নির্মিত স্কুল কাম সাইক্লোন শ্লেটারের উদ্ধোধন করা হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত এই সাইক্লোন শ্লেটারটিতে দূর্যোগের সময়ে ১৫ শত লোক আশ্রয় নিতে পারবে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট -৩ আসনের সংসদ ও সাবেক প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেক আনুষ্ঠনিক ভাবে এই সাইক্লোন শ্লেটারের উদ্ধোধন করেন।

 

তিন তলা বিশিষ্ট এই শ্লেটারে সোলার বিদ্যুৎ ব্যবস্থা ,গর্ভবতী মায়েদের কেয়ার রুম, সুপেয় পানির জন্য গভীর নলকুপ,বৃষ্টির পানি সংরক্ষনের ব্যবস্থা , উন্নত সেনিটেশনসহ দূর্যোগের সময়ে ৩শতাধিক গবাদী পশুর রাখার ব্যবস্থা রয়েছে। ২০১৩ সালে ২১ শে জুন আনুষ্ঠানিক ভাবে এই সাইক্লোন শ্লেটারটির নির্মান কাজ শুরু হয়। চলতি বছরের ২২ জুলাই এটির নির্মান কাজ শেষ হয়।

 

উদ্বোধন অনুষ্ঠানে অনান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রামপাল উপজেলার ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মল্লিকের বেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলামসহ স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ।