রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে নব গঠিত বিএনপির নেতৃবৃন্দর মত বিনিময়

রহিম রেজা, রাজাপুর (ঝালকাঠি) থেকে

ঝালকাঠির রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে নব গঠিত বিএনপির নেতৃবৃন্দর মত বিনিময় গতকাল বৃহস্পতিবার রাতে ইউনিটির সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন নব গঠিত উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারি আলহাজ্ব নাসিম উদ্দিন আকন, যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ হেমায়েত উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ঝালকাঠি মিডিয়া ক্লাবের সহ সভাপতি রহিম রেজা, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আহসানুল কবির মামুন ও কোষাধ্যক্ষ এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি বদরুদ্দিন তোতা মৃধা। এসময় রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব নাসিম উদ্দিন আকন বক্তব্যে বলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মিলন মাহমুদ বাচ্চুর বাড়িতে তিনি এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক আইনপ্রতিমন্ত্রী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীরউত্তম গিয়েছিলেন তার এক ভাইয়ের কবর জিয়ারত করতে এবং অপর অসুস্থ্য এক ভাইয়ের শারিরীক খবর নিতে। যাদের সাথে শিক্ষা জীবন থেকে সুসম্পর্ক ছিল। রাজনৈতিক কোন কারনে নয় বা এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। তিনি জানান, বাচ্চু সাহেবকে বিএনপিতে আনার কোন সম্ভাবনা বা ইচ্ছা নেই। কোন বিএনপির নেতাদের আ’লীগে যাওয়ার প্রশ্নই ওঠে না।