স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চারদিন ব্যাপি আয়কর মেলা-২০১৫ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার মেলার শেষদিনে এক হাজার ৪২০ জন মেলার সেবা গ্রহণ করেছেন। কর আদায় হয়েছে ৮ লাখ ৩৭ হাজার ৮৮ টাকা।
চুয়াডাঙ্গা উপকর কমিশনার কার্যালয়ের সহকারী কর কমিশনার খুরশীদ আলম জানান, আয়কর মেলায় দাখিলকৃত রিটার্ন ২৫০ ও কর আদায় ৮ লাখ ৩৭ হাজার ৮৮ টাকা। নতুন রেজিস্ট্রেশনের সংখ্যা ১৪ জন।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর থেকে চারদিন ব্যাপি আয়কর মেলা শুরু হয়। চলতি অর্থ বছরে চুয়াডাঙ্গায় আয়করের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ কোটি টাকা।