মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ব্র্যাক অফিসের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতরা হলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের কছিমদ্দীনের ছেলে তাছিরুল (১৮), বগির ছেলে হারুন (১৭) ও সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের সামছুলের ছেলে রহিদুল (২৫)। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, বাগোয়ন গ্রাম থেকে তাছিরুল ও বগি মোটরসাইকেলযোগে মেহেরপুরের দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি ব্র্যাক অফিসের সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা আর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় মোটরসাইকেলর আরোহীসহ তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।