খবর: (ঈদকে সামনে রেখে আলমডাঙ্গার ব্যাংকগুলোতে প্রতারক সিন্ডিকেটের অপতৎপরতা)
টাকার কাগজ মোটা কাগজ
তাতে অনেক গন্ধ থাকে,
খাজে খাজে ভাঁজে ভাঁজে
অনেক রকম দ্বন্দ্ব থাকে।
এই টাকাকে ধরতে হাতে
সব মানুষই অন্ধ থাকে
কেউ জানে না আড়ালে তার
বেজায় ভেজাল মন্দ থাকে।
সারা জীবন কাঁচা টাকার
চলায় চলায় ছন্দ থাকে!
তাই বলে কি পাচার-চুরি
তা কখনো বন্ধ থাকে?
-আহাদ আলী মোল্লা