শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন কোচ হলেন জয়ারত্নে

 

মাথাভাঙ্গা মনিটর: আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য শ্রীলংকার অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেরম জয়ারত্নে। গত সপ্তাহে প্রধান কোচের দায়িত্ব থেকে মারভান আতাপাত্তু সড়ে দাঁড়ানোর পরে পদটি শূন্য ছিলো।

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এক বিবৃতিতে বলা হয়েছে ৪৯ বছর বয়সী জয়ারত্নে আগামী অক্টোবর/নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের শ্রীলঙ্কা সফরের সময় জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ১ অক্টোবর থেকে ক্যারিবীয়রা সফর শুরু করবে। ১ নভেম্বর সিরিজ শেষ হবার আগে এ সফরে দু দলের মধ্যে দুটি টেস্ট, তিন ওয়ানডে এবং দুটি টি টোয়েন্টি ম্যাচ হবার কথা রয়েছে।