ব্যথা নিয়েও পুরো ম্যাচ খেলেছেন রোনালদো

 

মাথাভাঙ্গা মনিটর: ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ইউরো বাছাইয়ের ম্যাচে ১-০ গোলে আলবেনিয়াকে হারালেও তার গোল না পাওয়া দুশ্চিন্তা হয়ে উঠেছে সমর্থকদের। তবে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, রোনালদো ব্যথা নিয়েও দেশের হয়ে খেলতে নেমেছেন এবং তার গোল না পাওয়ায় দুশ্চিন্তার কিছু নেই।

বর্তমানে ৩১ বছরে পা দেয়া ক্রিস্টিয়ানো নতুন মরসুম শুরু হওয়ার পর চারটি ম্যাচ খেলে একটি গোলও করতে পারেননি। অন্য কেউ হলে এটা বেশ স্বাভাবিক বলেই ধরে নেয়া হতো, কিন্তু মরসুমে ৫০/৬০টি করে গোল করে নিজের মানদণ্ড এমন অবস্থানে নিয়ে গেছেন যে দুটি ম্যাচ গোল না পেলেই সেটি সংবাদ হয়। আলবেনিয়ার বিপক্ষে রোনালদো আপ্রাণ চেষ্টা করেও গোল করতে পারেননি, তবে যোগ করা সময়ে মিগুয়েল ভেলোসোর গোলে পূর্ণ তিন পয়েন্ট পায় পর্তুগাল। গোল করতে না পারলেও রিয়াল মাদ্রিদের তারকা তার জাতীয় দলের কোচের পূর্ণ সমর্থন পেয়েছেন।

অক্টোবরে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে জিতলে ইউরো ২০১৬ টিকেট নিশ্চিত হবে পর্তুগাল। সান্তোস মনে করেন রোনালদো ওই সময়ে ঠিকই জ্বলে উঠবেন। তিনি বলেন, সে নিজেকে সঠিক সময়ে ব্যবহার করার জন্য অপেক্ষা করছে।