মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় স্বঘোষিত ইসলামিক স্টেট-আইএস জঙ্গি গোষ্ঠীর ওপর যুক্তরাজ্যের ড্রোন হামলায় দু বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন। গত সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটির পার্লামেন্টকে এ তথ্য জানান। নিহত দু বাঙালি আইএস সদস্য হলেন- রিয়াদ খান (২১) ও রুহুল আমিন (২৬)। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পার্লামেন্টকে জানান, নিহতদের মধ্যে রিয়াদ খান যুক্তরাজ্যের অভ্যন্তরে হামলার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করেছিলেন। তিনি বলেন, সিরিয়ার আইএস নিয়ন্ত্রিত শহর রাক্কায় গত ২১ আগস্ট রিয়াদ খানকে বহনকারী গাড়ি লক্ষ্য ড্রোন হামলা চালানো হয়। এতে রুহুল আমিনসহ মোট তিনজন নিহত হন। জানা গেছে, রিয়াদ খান পরিবারের সাথে ওয়েলসের কার্ডিফে বসবাস করতেন। আর বাংলাদেশে জন্ম নেয়া রুহুল আমিন বেড়ে ওঠেন স্কটল্যান্ডের এবারডিনে। ইরাক ও সিরিয়ায় দখলকৃত এলাকায় উগ্রপন্থিরা ইসলামিক স্টেটের ঘোষণা দিলে ২০১৩ সালে এই বাংলাদেশি বংশোদ্ভূত দু ব্রিটিশ নাগরিক সিরিয়ায় গমন করেন বলে ধারণা করা হচ্ছে।