মিশরের সিনাই উপত্যকায় সেনা হামলায় নিহত ২৯

 

মাথাভাঙ্গা মনিটর: মিশরের সিনাই উপত্যকার উত্তরাঞ্চলে সেনা অভিযানে ২৯ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার সেনাবাহিনীর জানায়, সোমবার থেকে সিনাইয়ের রাফা, শাইখ জাওয়াযেদ ও আল আরিশ শহরে চালানো অভিযানে ২৯ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত বেশ কিছু গাড়িও ধ্বংস করা হয়েছে। ২০১১ সালের জানুয়ারিতে স্বৈরাচারী শাসক হোসনি মোবারকের পতন ঘটে। ২০১৩ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে দিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। এরপর জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা। জঙ্গিদের হামলায় ছয় শতাধিক সেনা-পুলিশ নিহত হয়েছে।