দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনে ঢাকা-কোলকাতা মৈত্রী ট্রেনে বিজিবির অভিযান
দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: কোলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়েছে চোরাচালানবিরোধী বিশেষ টাস্কফোর্স। এ সময় যাত্রীদের ব্যাগ থেকে আমদানি নিষিদ্ধ পণ্য, গাড়ির পার্টস, জুতো-স্যান্ডেল, বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি-কাপড় জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে মৈত্রী এক্সপ্রেস এসে পৌঁছুলে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুর রহমানের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স সদস্যরা ট্রেনের প্রায় ৪শ যাত্রীর লাগেজসহ জিনিসপত্র তল্লাশি করেন। টাস্কফোর্সের দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কোলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আর্ন্তজাতিক মৈত্রী এক্সপ্রেসে প্রচুর পরিমাণে ভারতীয় মালামাল আনা হচ্ছে। যে কারণে আগে ভাগেই স্টেশন এলাকায় অবস্থান নেন টাস্কফোর্সের সদস্যরা। বিজিবি, রেলপুলিশ ও কাস্টমসের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের সদস্য ট্রেন স্টেশনে পৌঁছানের সাথে সাথে শুরু করে চিরুনি অভিযান। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-৬ বিজিবির মেজর আনোয়ার জাহিদ, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, কাস্টমসের সহকারী কমিশনার আব্দুল বাতেন, আর্ন্তজাতিক স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল ইসলাম, কাস্টমস ইন্সপেক্টর কামরুজ্জামান, আতিকুর রহমান প্রমুখ। চোরাচালানবিরোধী বিশেষ টাস্কফোর্স কর্মকর্তারা বলেন, প্রতিবার ঈদের আগে চোরাচালানীরা তৎপর হয়ে ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়েছে। আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।