জেলা শহরে পৃথক স্থানে দু দফায় ৪টি বোমা হামলা

চুয়াডাঙ্গায় সন্ধ্যা হলেই নেমে আসছে ভীতিকর পরিবেশ

 

DSC09643

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক কয়েকটি সশস্ত্র হামলার পর এবার বোমা হামলার ঘটনা ঘটেছে। শহরে সন্ধ্যা হলেই নেমে আসছে ভীতিকর পরিবেশ। গত তিন দিনের অধিকাংশ হামলার ঘটনাই ঘটেছে সন্ধ্যার পর। গতরাতে চুয়াডাঙ্গায় কয়েক দফা বোমা হামলার ঘটনা ঘটে। লুঙ্গি পরা অবস্থায় মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে পুলিশের কাছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। একের পর এক হামলার ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার না করতে পারায় সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে ক্ষোভ আর আতঙ্ক। তবে পুলিশ বলছে অপরাধীদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

জানা গেছে, গত ৩দিন ধরে চুয়াডাঙ্গায় বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। রক্তাক্ত জখম হয়েছেন কয়েকজন। এরই মধ্যে গতরাতে জেলা শহরে বোমা হামলা চালানো হয়েছে। থানাসূত্র জানায়, গতরাত ৯টার দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ও পার্শ্ববর্তী অবকাশ হোটেলের সামনে বোমা হামলার ঘটনা ঘটে। বালিকা বিদ্যালয়ের সামনের বোমাটি বিস্ফোরিত হলেও হোটেল অবকাশের সামনে নিক্ষেপ করা বোমাটি বিস্ফোরিত হয়নি। রাত ১১টার দিকে রেলস্টেশন রোডের গমপট্টির নিকটবর্তী রাস্তায় আরও দুটি বোমা হামলার ঘটনা ঘটে। তবে এখানেও একটি বোমা বিস্ফোরিত হয়নি। বোমা হামলার পরপরই এসআই আবুল খায়ের ও এসআই শরিফ ঘটনাস্থলে পৌঁছে বোমা হামলার আলামত ও তাজা বোমা উদ্ধার করেন। এ সময় আমিরুল, মইন ও রবিউল নামের ৩ জন নৈশপ্রহরীর বর্ণনা শোনেন পুলিশ। তাদের বর্ণনা অনুযায়ী মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা বোমা হামলা করে সটকে পড়ে। তবে কারা এ বোমা হামলার সাথে জড়িত থেকে থাকতে পারে বলে ধারণা? এমন প্রশ্নের জবাবে চুয়াডাঙ্গা সদর থানার ওসি লিয়াকত হোসেন জানান, যেহেতু এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। তাই তা বলা যাচ্ছে না। তবে অপরাধী যে বা যারাই হোক ধরার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।