মেহেরপুর অফিস: মেহেরপুরে দেশ ট্রেড লিংকের (ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশের পরিবেশক) কর্মচারীরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিক্ষোভসহ মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন। দেশ-ট্রেড লিংকের কর্মচারীদের নেতা সামসুল ইসলাম খোকনের নেতৃত্বে বিক্ষোভসহ মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন মেহেরপুরের দেশ ট্রেড লিংকের কর্মচারীরা। বিক্ষোভসহ মানববন্ধনে অংশগ্রহণ করেন এসআর রাশেদ, সামাদ, রফিক, জিয়া, জামিরুল, রবিউল, মিলন, মফিজ, আলিফ, মিলন, ববি, নাইটগার্ড আলফাজ প্রমুখ। কর্মচারীদের দাবি প্রচলিত শ্রমআইন অনুযায়ী তাদের বেতন-ভাতা দিতে হবে।
সামসুল ইসলাম খোকন আরো জানান, আমাদের বেতন দু হাজার থেকে ৪ হাজার ৩শ টাকা। বছরের পর বছর চাকরি করেও বেতন বৃদ্ধি হয় না। প্রতিমাসে কর্মচারীদের কল্যাণ ফান্ডের নামে ৫০ টাকা থেকে ৭৫ টাকা করে কাটা হলেও সে টাকা দিয়ে আমাদের বিপদে কোনো সাহায্য করা হয় না এবং আমাদের কোনো কল্যাণের কাজে আসে না। তিনি আরো বলেন- অফিসে আসতে ১৫ থেকে ২০ মিনিট দেরি হলে সে দিনের কাজ করিয়ে নিয়ে অনুপস্থিত দেখিয়ে বেতন কর্তন করা হয়। প্রতিদিন ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হয়। শুক্রবার ছাড়া কোনো ছুটি দেয়া হয় না। একদিন ছুটি দিলে তা পরবর্তী শুক্রবারে জোরপূর্বক কাজ করিয়ে নেয়া হয়। কথায় কথায় দেখানো হয় চাকরিচ্যুতের ভয়।
বিএটির টেরিটোরি অফিসার শাহিনুর রহমান বলেন, এ বিষয়টি নিয়ে কথা বলার কিছু নেই। পরিবেশক যেভাবে চালালে ভালো মনে করে তিনি সেভাবে চালাবেন। অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু আলম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের সাথে বসেছে। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।