স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ২০১৯ বাছাই পর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে সফরকারী জর্ডানের কাছে ০-৪ গোলে হার মেনেছে বাংলাদেশ। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে ২টি করে গোল হজম করে স্বাগতিক দল। এর আগে অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের কাছে ০-৫ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। ফলে বাছাই পর্বের প্রতিবন্ধকতা পেরুনোর পথ বলতে গেলে রুদ্ধই হয়ে গেছে বাংলাদেশের জন্য।
ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিক বাংলাদেশ। ১৩ মিনিটেই পাওয়া পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন আব্দুল্লাহ (১-০)। আতিকুর রহমান মিশু নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে হাত লাগালে পেনাল্টি পায় জর্ডান। ম্যাচের ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনতার আবু আমারা (২-০)।