ভারতকে হারিয়ে সান্ত্বনার জয় বাংলাদেশের

 

স্টাফ রিপোর্টার: শেষ ম্যাচে ভারতকে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ থেকে আগেই ছিটকে গেলেও টুর্নামেন্টের শেষ খেলায় জয় নিয়ে মিশন শেষ করলো টাইগাররা। আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল। কিন্তু পরের দু ম্যাচে পাকিস্তান ও আফগানিস্তানের হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

গতকাল মঙ্গলবার বিকেএসপিতে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ দল। টস জিতে ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ দল। শেষ খেলায় বাংলাদেশ দলের পক্ষে জয়ের অবদান রাখেন আমিন উদ্দিন ও শাহরিয়ার শামীম। আমিন উদ্দিন ৪৩ বলে ৩ চারের সাহায্যে ৪৫ রান করেন। আর শামীম ৫০ বলে ১ চার ও ১ ছক্কায় ৪২ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া অপরাজিত ১৮ রান করেন অপূর্ব কুমার। বল হাতে ভারতের দিনেশ ও দশরথ ১টি করে উইকেট নেন। এর আগে ব্যাট হাতে ভারতের পক্ষে কুনাল ৪৫, আনসুল ২৬ ও ইয়েশ নেগি ১২ রান করেন। বল হাতে বাংলাদেশের আলম খান ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। দ্রুপম ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ২টি উইকেট নেন।

দিনের অন্য ম্যাচে আফগানিস্তানকে তিন রানে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা।