আলমডাঙ্গার চরচাঁদপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরির চাঞ্চল্যকর ঘটনা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা মোড়ভাঙ্গার চরচাঁদপুর গ্রামে কবরস্থান থেকে এক বৃদ্ধার কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত পরশু রাতে একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। ওই চক্র কবরের পাশে একটি ছোট লাইট, একটি হাফপ্যান্ট, টাওয়েল ও সুগন্ধির বোতল ফেলে যায়।

জানা গেছে, আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামের মৃত শুকুর মণ্ডলের স্ত্রী ইজারন নেছা প্রায় ১ বছর আগে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। তাকে চরচাঁদপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়। গত সোমবার রাতে অজ্ঞাতচক্র তার কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। কবরের ভেতর শুধুমাত্র মাথার চুল ও কাফনের কাপড় দেখা যায়। যাওয়ার সময় চক্রটি কবরের পাশে একটি ছোট টর্চলাইট, হাফপ্যান্ট, টাওয়েল ও সুগন্ধির বোতল ফেলে রেখে যায়। একই রাতে আরও ২টি কবর আংশিক খুঁড়ে রেখে গেছে বলে গ্রামবাসীসূত্রে জানা গেছে।