স্টাফ রিপোর্টার: জালিয়াতির মাধ্যমে প্রায় ৯ কোটি টাকা আত্মসাতেরঅভিযোগে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সাবেক এককর্মীকে আটক করেছে ৱ্যাব। প্রায় দু মাস অনুসন্ধানের পর গতকাল বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর এলাকা থেকেসিদ্দিকুর রহমান (৩২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয় বলে ৱ্যাব-৩ এরঅপারেশন অফিসার ইয়াসির আরাফাত জানান।তিনিবলেন, ২০১০ সালে সিদ্দিক এনসিসি ব্যাংকের এনআরবি শাখায় ডেটা অপারেটরহিসেবে কর্মরত ছিলেন। ওই সময় তিনি বিদেশি মুদ্রার বাজার দর বেশি দেখিয়ে ৮কোটি ৯৮ লাখ টাকা আত্মসাৎ করেন, যা পরে বাংলাদেশ ব্যাংকের অডিটে ধরা পড়ে।চলতি বছরের শুরু থেকেই সিদ্দিকুর লাপাত্তা ছিলেন বলেও জানান ৱ্যাব কর্মকর্তা।ওইঘটনায় এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ থানায় জিডি করার পর ৱ্যাব সিদ্দিকের বিষয়েঅনুসন্ধান শুরু করে এবং বৃহস্পতিবার তাকে আটক করা হয় বলে জানানইয়াসির।