মেহেরপুরে গণতন্ত্র চর্চা ও সংস্কার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উদ্দেশে ডেমোক্রেসি ইন্টারন্যশনালের আয়োজনে গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি হলে গণতন্ত্র চর্চা ও সংস্কার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের সঞ্চালনায় কর্মশালায় অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ আসকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও আব্দুল হলিম, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামীম আরা হীরা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কাজী শাহিদুল হক, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যশনালের উপ-আঞ্চলিক সমন্বয়কারী আমেনা সুলতানা, প্রোগ্রাম অফিসার অনিন্দ রহমান প্রমুখ।

Leave a comment