মেহেরপুরের কুত্বুবপুরে পরমহংসদেবের জন্মোৎসব পালিত

 

মেহেরপুর অফিস: শ্রী শ্রী ১০৮ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের ১৩৬তম বার্ষিক সার্বভৌম জন্মোৎসব উপলক্ষে গতকাল শনিবার মেহেরপুরের কুতুবপুর শ্রী শ্রী গুরুধামে শ্রী শ্রী গুরুব্রহ্মের আসনে বিশেষ পূজা, হোম, স্বাধ্যায়, অঞ্জলি প্রদান, দীক্ষাদান, মধ্যাহ্ন ভোগরাগ, দরিদ্র নর-নারায়ণের সেবা, শ্রী শ্রী ঠাকুর মহারাজের জীবনী বাণী, আদর্শ-উদ্দেশ্য, লক্ষ্য ও ভাবধারার ওপর আলোচনা এবং বিকেলে ধর্মসভা ইত্যাদি সদকর্ম অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন অনুষ্ঠান পরিদর্শন করেন। কুতুবপুর শ্রী শ্রী গুরুধামের সেবায়েৎ শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দ সরস্বতী মহারাজ তাকে স্বাগত জানান। এ সময় তার সাথে ছিলেন মেহেরপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ, মাহফিজুর রহমান মাহবুব প্রমুখ।